ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০১, ৩১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুদকের পক্ষ থেকে এ বিষয়ে ব‌্যবস্থা নেয়া হয়।

জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে- ফালুর মালিকানাধীন রোজা প্রোপার্টিজের ৯৩ কোটি টাকা মূল্যের ৯৩ লাখ শেয়ার। রাকীন ডেভেলপমেন্ট কোম্পানির ২০ ভাগ শেয়ার (২ কোটি ৬৯ লাখ ৮১ হাজার ১২০টি), যার বাজারমূল্য ২০০ কোটি টাকা। রোজা এন্টারটেইনমেন্ট এফজেডইর ২০ লাখ টাকার শেয়ার। রোজা ইনভেস্টমেন্ট এলএলসির ২৯ লাখ ৪০ লাখ টাকার শেয়ার। আইএফআইসি ব্যাংকের কারওয়ানবাজার শাখায় রোজা প্রোপার্টিজের ব্যাংক হিসাব এবং কাকরাইলে ৫০ কোটি টাকা মূল্যের ২২ দশমিক ৫৩ শতাংশ বাণিজ্যিক প্লট।

এর আগে দুদক উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান ফালুর সম্পত্তি ক্রোক এবং অবরুদ্ধ করার আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামি অসৎ উদ্দেশ্যে, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি করে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তোলেন।



ঢাকা/এম এ রহমান/ইভা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়