ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফিলিপাইনে উচ্চ সংক্রামক হাম ভাইরাসের প্রাদুর্ভাব

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ৭ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিলিপাইনে উচ্চ সংক্রামক হাম ভাইরাসের প্রাদুর্ভাব

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে রাজধানী ম্যানিলাসহ বিভিন্ন অঞ্চলে উচ্চ সংক্রামক হাম ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটির কর্তৃপক্ষ এই প্রাদুর্ভাবের ঘোষণা দিয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছে।

দেশটির স্বাস্থ্যগত মহামারী সংক্রান্ত বিভাগ জানিয়েছে, গত ২৬ জানুয়ারি থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত ১ হাজার ৮১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা ২০১৮ সালের থেকে ৭৪ শতাংশ বেশি।

হাম ছোট শিশু কিংবা বাচ্চাদের জন্য ভয়ঙ্কর রোগ। অনেক ক্ষেত্রে বাচ্চাদের মৃত্যু হয়।

ফিলিপাইনে প্রতিষেধক টিকার বাইরে শিশুর সংখ্যা ২৪ লাখ। হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এসব শিশু ঝুঁকিতে রয়েছে।

ফিলিপাইনের ডেঙ্গুর প্রতিষেধক টিকা ‘ডেংভেক্সিয়া’ নিয়ে অভিযোগের পর অভিভাবকরা হামের প্রাদুর্ভাব ছড়ালেও শিশুদের নিয়ে সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যেতে আগ্রহী নয়।

ফিলিপাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা.গুন্ডো ওয়েইলার জানিয়েছেন, বাচ্চাদের প্রতিষেধক দেওয়ার মাত্রা লক্ষ্যমাত্রা ৯৫ শতাংশ থেকে খুবই কম এবং তা কমছেই।

তথ্য : বিবিসি



রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৯/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়