ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফিলিপাইনে নারিকেলের তাড়ি খেয়ে ১১ জনের মৃত‌্যু; অসুস্থ ৩০০

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ২৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিলিপাইনে নারিকেলের তাড়ি খেয়ে ১১ জনের মৃত‌্যু; অসুস্থ ৩০০

ফিলিপাইনে নারিকেলের তাড়ি খেয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়া তিন শতাধিক মানুষকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে স্কাই নিউজ ও নিউজচ‌্যানেল এশিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, লোকজন ক্রিসমাস পার্টি উদযাপনকালে নারিকেলের তাড়ি খেয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে, রাজধানী ম্যানিলার দক্ষিণের দুটি প্রদেশ, লাগুনা ও কেজোনে এসব ঘটনা ঘটে। সবাই লাম্বানোগ নামের স্থানীয়ভাবে জনপ্রিয় একটি তাড়ি পান করেছিলেন। দেশটিতে ছুটির দিন ও উৎসবগুলোতে এ পানীয়টির ব্যবহার ব্যাপক।

লাগুনার রিজাল শহরে বৃহস্পতিবার ও রোববার অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, জন্মদিনের উৎসব ও অবসরের পানীয় হিসেবে কিছু লোক এটি কিনেছিল। এছাড়া বড় দিন উপলক্ষে স্থানীয় কর্মকর্তারা কিছু পানীয় দান করেছিল।

প্রসঙ্গত, গত বছর লাম্বানোগ পানে প্রায় ২১ জনের মৃত্যু হয়েছিল।


ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়