ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফিল্মফেয়ারে গলি বয়’র জয়জয়কার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১১, ১৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিল্মফেয়ারে গলি বয়’র জয়জয়কার

গতকাল শনিবার ভারতের গুয়াহাটিতে বসেছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৬৫তম আসর। এ উপলক্ষে সেখানে হাজির হয়েছিলেন বলিউডের প্রথম সারির তারকারা।

এবারের ফিল্মফেয়ারে বাজিমাত করেছে জয়া আখতার পরিচালিত সিনেমা গলি বয়। সেরা সিনেমা, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রীর পাশাপাশি বেশ কয়েকটি শাখায় পুরস্কার উঠেছে এই সিনেমার কলাকুশলীদের হাতে।

এক নজরে দেখে নেই কারা হলেন এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বিজয়ী:

সেরা সিনেমা

গলি বয়

সেরা অভিনেতা

রণবীর সিং (গলি বয়)

সেরা অভিনেত্রী

আলিয়া ভাট (গলি বয়)

সেরা পরিচালক

জয়া আখতার (গলি বয়)

সেরা সিনেমা (সমালোচক)

সঞ্চিরিয়া এবং আর্টিকেল ফিফটিন।

সেরা অভিনেতা (সমালোচক)

আয়ুষ্মান খুরানা (আর্টিকেল ফিফটিন)

সেরা অভিনেত্রী (সমালোচক)

ভূমি পেডনেকার এবং তাপসী পান্নু (সান্ড কি আঁখ)

সেরা পার্শ্ব অভিনেতা

সিদ্ধান্ত চতুর্বেদী (গলি বয়)

সেরা পার্শ্ব অভিনেত্রী

অম্রুতা সুভাস (গলি বয়)

সেরা চিত্রনাট্য

রিমা কাগতি ও জয়া আখতার (গলি বয়)

সেরা গল্প (মৌলিক)

অনুভব সিনহা ও গৌরব সোলাঙ্কি (আর্টিকেল ফিফটিন)

সেরা সংলাপ

বিজয় মোরেয়া (গলি বয়)

সেরা গীতিকার

ডিভাইন ও অঙ্কুর তিওয়ারি (আপনা টাইম আয়েগা; গলি বয়)

সেরা প্লেব্যাক গায়ক

অরিজিত সিং (কলঙ্ক নাহি; কলঙ্ক)

সেরা প্লেব্যাক গায়িকা

শিল্পা রাও (ঘুঙরু; ওয়ার)

সেরা নবাগত অভিনেতা

অভিমন্যু দাসানি (মার্দ কো দার্দ নেহি হোতা)

সেরা নবাগত অভিনেত্রী

অনন্যা পান্ডে (স্টুডেন্ট অব দি ইয়ার টু)

সেরা নবাগত পরিচালক

আদিত্য ধর (উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক)

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড

রমেশ সিপ্পি (নির্মাতা)

চলচিত্রে উৎকর্ষতা

গোবিন্দ

আরডি বর্মন উদীয়মান সংগীত প্রতিভা পুরস্কার

সুশান্ত সাচদেভ (উরি)

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়