ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফুটপথে বসবাসকারী প্রাক্তন আর্মি ক্যাপ্টেনকে পিটিয়ে হত্যা

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৫, ৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফুটপথে বসবাসকারী প্রাক্তন আর্মি ক্যাপ্টেনকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ফুটপথে ছাপড়া বানিয়ে বসবাসকারী ভারতীয় সেনাবাহিনীর একজন নিভৃভচারী প্রাক্তন ক্যাপ্টেনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরের ক্যান্টনমেন্ট এলাকার একটি ফুটপথ থেকে বৃহস্পতিবার রবীন্দ্র বালি (৬৭) নামে এই প্রাক্তন আর্মি ক্যাপ্টেনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, দুজন অজ্ঞাত ব্যক্তি মুগুর দিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে।

পুনের লস্কর পুলিশ স্টেশনের এক কর্মকর্তা বলেছেন, ‘এক বাংলোর প্রহরী দুই ব্যক্তিকে বালির ওপর হামলা চালাতে দেখেন এবং তিনিই পুলিশকে খবর দেন।’

এই কর্মকর্তা আরো বলেছেন, ‘বেশ কয়েক বছর ধরে পরিবারের সঙ্গে বালির যোগাযোগ ছিল না এবং তিনি নিভৃত জীবন যাপন করছিলেন। তদন্তের সময় আমরা তার পরিবার সম্পর্কে তথ্য জোগাড় করতে সক্ষম হই এবং এই তথ্যের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।’

প্রাক্তন ক্যাপ্টেন বালির হত্যাকাণ্ডে অজ্ঞাত ব্যক্তিদের অভিযুক্ত করে একটি মামলা হয়েছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন



রাইজিংবিডি/ঢাকা/৪ ফেব্রুয়ারি ২০১৮/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়