ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফুলবাড়ী পৌর মেয়রের বরখাস্তের আদেশ স্থগিত

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ১০ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফুলবাড়ী পৌর মেয়রের বরখাস্তের আদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর : হাইকোর্ট দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার মেয়র মুর্তুজা সরকার মানিকের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন।

সোমবার বিকেলে হাইকোর্টের বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে মেয়র মুর্তুজা সরকার মানিকের সাময়িক বরখাস্তের আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব আব্দুর রউফ মিয়ার স্বাক্ষরিত ৩ এপ্রিলের এক পত্রে পৌর মেয়রকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

মন্ত্রণালয়ের ৩৮৭ নম্বর স্মারকের পত্রে বলা হয়, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর ফুলবাড়ী থানায় এশিয়া এনার্জির দায়েরকৃত মামলায় তাকে অভিযুক্ত করার কারণে স্থানীয় সরকার (পৌরসভা) আইনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

পৌর মেয়র মুর্তুজা সরকার মানিক জানান, মন্ত্রণালয়ের বরখাস্ত আদেশের বিরুদ্ধে তিনি রিট দাখিল করলে হাইকোর্ট শুনানি শেষে ৩ মাসের জন্য বরখাস্তের আদেশ স্থগিত করেন।



রাইজিংবিডি/রংপুর/১০ এপ্রিল ২০১৭/নজরুল মৃধা/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়