ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ফেরিতে মৃত্যু : মন্ত্রণালয়ের তদন্ত কমিটি পুনর্গঠন

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৭, ১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেরিতে মৃত্যু : মন্ত্রণালয়ের তদন্ত কমিটি পুনর্গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক : ফেরিতে  মৃত্যুর ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে।

নতুন তিন সদস্যের তদন্ত কমিটির আহবায়ক হলেন-নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক। সদস্যরা হলেন- যুগ্ম সচিব শাহনওয়াজ দিলরুবা খান এবং উপসচিব এস এম শাহ্ হাবিবুর রহমান হাকিম।

বৃহস্পতিবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অতিরিক্ত সচিবের জন্য বিলম্ব: প্রাণ গেল অ্যাম্বুলেন্সের রোগীর’ শীর্ষক সংবাদের বিষয়ে ২৯ জুলাই নৌপরিবহন মন্ত্রণালয় দু’সদস্যের যে তদন্ত কমিটি করেছিলো, তা পুনর্গঠন করা হয়েছে। তবে পুনর্গঠিত কমিটির কার্যক্রম ২৯ জুলাই থেকে ধরা হবে।

কমিটি সরেজমিনে তদন্ত করে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে।

এদিকে তদন্ত কমিটি পুনর্গঠন বিষয়ে বুধবার নৌপরিবহন মন্ত্রণালয় একটি অফিস আদেশ জারি করেছে।

 

রাইজিংবিডি/ঢাকা/১ আগস্ট ২০১৯/নঈমুদ্দীন/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়