ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ফোন আনলকে নতুন প্রযুক্তি উদ্ভাবন

মোখলেছুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ২১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফোন আনলকে নতুন প্রযুক্তি উদ্ভাবন

আপনি আপনার স্মার্টফোন আনলক করতে পারেন আঙুলের সাহায্যে (ফিঙ্গারপ্রিন্ট আইডি) কিংবা চেহারার সাহায্যে (ফেস আইডি)। কিন্তু কানের ব্যাপারে কি মতামত?

গবেষকরা এবার ইয়ার আইডি অর্থাৎ কানের সাহায্যে ফোন আনলক করার প্রযুক্তি নিয়ে কাজ করছেন। এজন্য তৈরি করেছেন বিশেষ ধরনের ইয়ারবাড, যা শব্দ তরঙ্গ ব্যবহার করে প্রতি মানুষের কানের ভেতরের আলাদা গঠন শনাক্তে সক্ষম।

ফোন আনলক করার বিশেষ এই ইয়ারবার্ডটির নাম ‘ইয়ার ইকো’। এটি তৈরি করেছেন নিউ ইয়র্কের ইউনিভার্সিটি অ্যাট বাফেলোর গবেষকরা। ফোন আনলকে সঠিক ব্যবহারকারীর পরিচয় নিশ্চিতে ইয়ারবার্ডটির ব্যবহার অন্যান্য বায়োমেট্রিক পদ্ধতির তুলনায় সহজ বলে দাবি করেছেন ইউনিভার্সিটি অ্যাট বাফেলোর অধ্যাপক ঝাংপেং জিন।

গবেষণায় ডিভাইসটির সাফল্যের হার পাওয়া গেছে ৯৫ থেকে ৯৭.৫ শতাংশ। অধ্যাপক ঝাংপেং জিন বলেন, ডিভাইসটি বাজারে আনলে এটি অত্যন্ত জনপ্রিয় হতে পারে। কেননা এখন প্রায় প্রত্যেকেই ইয়ারফোন ব্যবহার করে। ফলে ফেস আইডির ক্ষেত্রে নতুন প্রযুক্তি হতে পারে ইয়ার আইডি।

 

ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়