ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফ্রেশ তেলের সেলস সেন্টারকে জরিমানা

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফ্রেশ তেলের সেলস সেন্টারকে জরিমানা

ফ্রেশ সয়াবিন তেলের বিভাগীয় সেলস কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক, খুলনা : বোতলে তেল কম দেওয়ার অপরাধে ফ্রেশ সয়াবিন তেলের খুলনার বিভাগীয় সেলস কার্যালয়ে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযোগে কোম্পানির মার্কেটিং শাখার ব্যবস্থাপক ফেরদাউস ওয়াহিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ২ হাজার ২২৬ লিটার তেলের ১২৭টি কার্টুন জব্দ করা হয়। এসব তেলের আনুমানিক মূল্য ২ লাখ ২২ হাজার টাকা।

সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট আব্দুল আউয়াল খুলনা প্রেসক্লাবের পাশে এই সেলস সেন্টারটিতে অভিযান পরিচালনা করেন। এসময় বাজার কর্মকর্তা আবদুস সালাম তরফদার উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়েছে।

জানা গেছে, সেলস সেন্টারটির বিরুদ্ধে আগে থেকেই বোতলজাত তেলে ওজনে কম দেওয়া অভিযোগ ছিল। এর আগেও দুইবার অভিযানকালে ওজনে কম পাওয়ায় সেলস সেন্টারটিতে আর্থিক জরিমানা ও সতর্ক করা হয়েছিল।

একইভাবে সোমবার অভিযানকালেও প্রতিটি ৫ লিটারের বোতলে ১৪০ এমএল, ৩ লিটারের বোতলে  ৪৫ এমএল এবং ২ লিটারের বোতলে ৩০ এমএল তেল কম পাওয়া যায়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি পরিশোধ করে।

 

 

রাইজিংবিডি/খুলনা/৬ ফেব্রুয়ারি ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়