ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফ্লেমিং-ম্যাককালামের পর টেলর

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১২, ২১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফ্লেমিং-ম্যাককালামের পর টেলর

ফিফটি করার পথে শট খেলছেন রস টেলর

ক্রীড়া প্রতিবেদক : ওয়েলিংটনে যেখানে শেষ করেছিলেন, ক্রাইস্টচার্চে যেন সেখান থেকেই শুরু করলেন রস টেলর। টানা দুই ইনিংসে তুলে নিলেন ফিফটি।

হ্যাগলি ওভালে আজ টেস্টের দ্বিতীয় দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৫ রানে ব্যাট করছিলেন টেলর। এই ইনিংস খেলার পথে নিউজিল্যান্ডের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ৩২ বছর বয়সি ব্যাটসম্যান।

কামরুল ইসলাম রাব্বির তিন বলের মধ্যে জিত রাভাল ও কেন উইলিয়ামসনের বিদায়ের পর উইকেটে আসেন টেলর। সেখান থেকে তিনি তৃতীয় উইকেটে টম ল্যাথামকে নিয়ে গড়েন ১০৬ রানের বড় জুটি।

ল্যাথাম ৬৮ করে ফেরার আগের ওভারে মেহেদী হাসান মিরাজের বলে ৩ রান নিয়ে ৬০০০ রান পূর্ণ করেন টেলর। তার আগে দেশের হয়ে ৬ হাজার রান করেছেন কেবল স্টিফেন ফ্লেমিং ও ব্রেন্ডন ম্যাককালাম।

১১১ টেস্টে ৭১৭২ রান নিয়ে সবার ওপরে আছেন প্রাক্তন অধিনায়ক ফ্লেমিং। আরেক প্রাক্তন অধিনায়ক ম্যাককালাম ১০১ ম্যাচে করেছেন ৬৪৫৩ রান।


 

রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়