ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বইমেলায় কমলেশ রায়ের দুই সায়েন্স ফিকশন

তাপস রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ৯ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় কমলেশ রায়ের দুই সায়েন্স ফিকশন

সাহিত্য ডেস্ক : কমলেশ রায় লেখালেখি করেন অনেক দিন ধরে। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে তার দুটি সায়েন্স ফিকশন। মেলার প্রথম দিনই ভাষাচিত্র এনেছে 'গঙ্কেলের গুপ্তরহস্য'। এক মলাটে এই প্রথম গঙ্কেলের চারটি বিজ্ঞান কল্পকাহিনি। বইটির প্রচ্ছদ করেছেন খন্দকার সোহেল। দাম ১৮০ টাকা। মেলার সপ্তম দিনে বাবুই এনেছে তার আরেকটি  সায়েন্স ফিকশন ‘সেগুন কাঠের বাক্স'। তিনটি বিজ্ঞান কল্পকাহিনি আছে এতে। প্রতিটি গল্প বৈচিত্র্যময়, উত্তেজনায় ঠাসা। বইটির প্রচ্ছদ করেছেন আলমগীর জুয়েল। দাম ১৮০ টাকা।  প্রকাশক খন্দকার মনিরুল ইসলাম ও মো. আবদুল কাদের জানালেন পাঠকের ভালোবাসা পাচ্ছে বই দুইটি।



রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৯/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়