ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বইমেলায় ‘কেউ তবে গাহিতেছে গান- ভ্রমাকুল’

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ৯ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় ‘কেউ তবে গাহিতেছে গান- ভ্রমাকুল’

নিজস্ব প্রতিবেদক : বইমেলায় এসেছে কবি অনুপ চণ্ডালের নতুন কাব্যগ্রন্থ কেউ তবে গাহিতেছে গান- ভ্রমাকুল

বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানে উলুখড় প্রকাশনীর স্টলে- স্টল নম্বর ২৫০। বাংলা একাডেমি প্রাঙ্গণে ছোটকাগজ চত্বরে জঙশন ও শিরদাঁড়া স্টলেও পাওয়া যাচ্ছে বইটি।

বইয়ের বিষয়বস্তু সম্পর্কে কবি অনুপ চণ্ডাল বলেন, ‘কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, আস্ফালন বা কোনো আড়ম্বর যেখানে নেই, এ সেই গ্রন্থ। প্রতিটি আনন্দেরও মর্মে, মর্মমূলে যে বেদনশিখা অনশ্বর জ্বলে তারই আলোর ছায়া এই কবিতাবলি। নিশ্চয় এ খুব পুরাতন ভাব কবিতাভুবনে। কিন্তু শিল্পের পুরাতনী তার বিলুপ্তি নয়; বরং নতুন নিরন্তর পুরাতন হয়ে পুরাতনের অক্ষয় ভাণ্ডারকেই ক্রমবিশালতা দিয়ে চলে। তাই পুরাতনকে খুব ভালোবেসে গভীরভাবে জড়িয়ে স্থবির হয়ে থাকতে পারলে বেশ তো!’

তিনি আরো বলেন, ‘ফল লাভের আশা না রেখে যে পাঠক পড়বেন, আমার দোসর তিনি।’

এই গ্রন্থের প্রচ্ছদ চিত্রণ কবি মণীন্দ্র গুপ্তের, প্রচ্ছদচিত্র রূপায়ণ কবি-চিত্রকর মোস্তাফিজ কারিগরের আর প্রকাশন সুজিৎ কুমার মণ্ডলের।

২০০৬ সালে প্রকাশিত হয় কবি অনুপ চণ্ডালের প্রথম কাব্যগ্রন্থ বহি চলে নীল… নামশূন্য (২০০৬)। ২০০৯ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় গ্রন্থ গার্হস্থ্য। ২০১৫ সালে প্রকাশিত হয় তার তিনটি বই- সকলি সমাধিলিপি, রসস্তব, Haiku in Autumn Days

এবারের মেলায় কবির প্রকাশিতব্য কাব্যগ্রন্থ দাহকথা অথবা যে অপ্রিয় জল। শিগগিরই বইটি হাতে পাবেন পাঠকরা।



রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৭/আরিফ সাওন/রাসেল পারভেজ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়