ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বইমেলায় ‘জলবাতাসী’

অহ নওরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪২, ২৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় ‘জলবাতাসী’

সাংস্কৃতিক প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলা-২০১৮ তে প্রকাশিত হয়েছে কাজী সাইফুল ইসলামের উপন্যাস ‘জলবাতাসী’।

বইটি প্রকাশ করেছে গদ্যপদ্য প্রকাশনী। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। দাম রাখা হয়েছে ২৫০ টাকা। বইমেলায় গদ্যপদ্যর ৪৯৬-৪৯৭ নম্বর স্টলে পাওয়া যাবে উপন্যাসটি।

২০০৫ সালে বইমেলায় প্রকাশিত প্রথম উপন্যাস ‘হলোনা ফেরা’র মাধ্যমে লেখালেখিতে পূর্ণভাবে প্রবেশ করেন কাজী সাইফুল ইসলাম। এর বেশ কিছু দিন পর সৌদি আরবে চলে যান। প্রবাসে কাটে তার জীবনের বেশ খানিকটা সময়। তবে থেমে থাকেননি তিনি, কাজের ফাঁকে ফাঁকে লেখালেখি চালিয়ে যেতে থাকেন।

‘জলবাতাসী’ উপন্যাস সম্পর্কে লেখক বলেন, আমি অধিকার বঞ্চিত মানুষদের জীবনের গল্প উঠিয়ে আনতে চেয়েছি উপন্যাসটিতে। দেখাতে চেয়েছি অধিকার বঞ্চিত মানুষদের প্রেম, বিরহ, ভালোবাসা, পাওয়া না-পাওয়া আর জীবন বোধকে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ ফেব্রুয়ারি ২০১৮/অহ/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়