ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বইমেলায় নতুন গল্পগ্রন্থ চিরকুট

ছাইফুল ইসলাম মাছুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ২১ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় নতুন গল্পগ্রন্থ চিরকুট

ছাইফুল ইসলাম মাছুম : অমর একুশে গ্রন্থমেলায় (২০১৮) প্রকাশিত হয়েছে সাংবাদিক ও লেখক ফয়সাল আহমেদ এর তৃতীয় গল্পগ্রন্থ ‘চিরকুট।

বইটি প্রকাশ করেছেন দ্যু প্রকাশন। প্রচ্ছদ করেছেন  মেহেদী মিতা।

গল্পগ্রন্থটিতে রয়েছে মোট সাতটি গল্প। গল্গগুলো হলো-চিরকুট, রেখা আর আমার সময়গুলো, ঠিক ভোরের আগে, যেতে যেতে পথে, জবানা ও নেতার গল্প, মাতাল রাতের গল্প, প্রত্যাবর্তন।

চিরকুট গল্পগ্রন্থটির গল্পগুলো আমাদের চারপাশে চোখ এড়িয়ে যাওয়া অথচ পরিচিত বিষয়বস্তুকে ঘিরে আবর্তিত হয়েছে। বইটিতে যতটুকু বলা, তার চেয়ে ঢের বেশি না বলা গল্প খুঁজে পাবে পাঠক। রবীন্দ্রনাথের ভাষায় শেষ হইয়াও হইল না শেষ।

তরুণ লেখক ফয়সাল ইতিমধ্যেই পাঠক মনে স্থান করে নিয়েছেন গল্পের কাহিনির বিচিত্রতা এবং সাবলীল ঢংয়ে গল্প বলার পারদর্শিতার জন্য।



রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৮/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়