ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বইমেলায় সুপা সাদিয়ার ‘অগ্নিযুগ’

ছাইফুল ইসলাম মাছুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ৯ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় সুপা সাদিয়ার ‘অগ্নিযুগ’

ছাইফুল ইসলাম মাছুম : একুশে বইমেলায় ব্রিটিশবিরোধী আন্দোলনে মুক্তিকামী বিপ্লবীদের ইতিহাস নিয়ে তরুণ লেখিকা সুপা সাদিয়ার গ্রন্থ ‘অগ্নিযুগ’। অগ্নিযুগ একটি গবেষণাধর্মী বই। গ্রন্থটি প্রকাশ করেছে দ্যু প্রকাশনী।

তৎকালীন অবিভক্ত ভারতে স্বাধীনতাকামী বাঙালি বিপ্লবীদের বীরত্বগুলোকে এক মলাটে আবদ্ধ করেছেন তিনি। অগ্নিযুগ সম্পর্কে বইটির রচয়িতা সুপা সাদিয়া বলেন, সঠিক ইতিহাস পড়তে গেলে অনেক বেগ পেতে হয়। ছোট থেকে অনেক ইতিহাস পড়েছি কিন্তু ভুলে ভরা থাকায় বিভ্রান্ত হতে হয়েছে। তাই ইতিহাসের কালজয়ী অধ্যায়ের তথ্য বিভিন্ন বই, ইন্টারনেট, পত্রিকা ঘাটাঘাটি করে নিজের ভাষায় নিজের মতো করে উন্মোচন করি ‘অগ্নিযুগ’কে।

তিনি আরো বলেন, যতটা পরিপাটি, পরিচ্ছন্ন আর পবিত্র করে সকলের সামনে তুলে ধরা সম্ভব হয়েছে তুলে ধরেছি। তবে বইটি পড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে সকলে যদি হৃদয় দিয়ে অনুধাবন করেন, তবেই আমার প্রচেষ্টা সার্থক হবে।

বইটিতে রয়েছে বাংলায় ভারত ছাড়ো আন্দোলন, ফাঁসিকাষ্ঠে আত্মদান, শহীদ নারী, আত্মাহুতি, যাবজ্জীবন ও দীপান্তর, সম্মানের শীর্ষে, ফাঁসির মঞ্চে গেয়ে গেলেন যারা জীবনের জয়গান নামে বেশ কয়েকটি প্রচ্ছদ। যেখানে তিনি আত্মত্যাগী বিপ্লবীদের বীরত্বের ইতিহাস তুলে ধরেছেন।

‘অগ্নিযুগ’ সম্পর্কে দ্যু প্রকাশনীর প্রকাশক হাসান তারেক বলেন, ‘বইটি নিঃসন্দেহে ভালো একটি বই। বইটি ব্রিটিশবিরোধী আন্দোলনে যারা ভূমিকা পালন করেছেন তাদের নিয়ে বইটি। লেখিকা সুপা সাদিয়া দীর্ঘদিন থেকে তথ্য সংগ্রহ করে বইটি লিখেছেন। যারা ব্রিটিশবিরোধী আন্দোলনে বিপ্লবীদের নিয়ে গবেষণা কাজ করতে চান তাদের জন্য খুব সহায়ক একটি গ্রন্থ।

বরিশালের মেয়ে সুপা সাদিয়া। একজন তরুণ গবেষক। একজন সংস্কৃতি কর্মী। বাংলা একাডেমি ও প্রগতি লেখক সংঘের সদস্য। বাংলাদেশ বেতারের নিয়মিত ঘোষক।

লেখালেখি সর্ম্পকে সুপা সাদিয়া রাইজিংবিডিকে বলেন, আমি মূলত যে বিষয়গুলো নিয়ে কাজ কম হয়েছে সেগুলো করতে চাই। আমার কাজগুলো তেমনই। স্মরণীয় দিনপঞ্জি, ৫২ এর বায়ান্ন নারী, ৭১ এর একাত্তর নারী ও অগ্নিযুগ। আমি এই ধারা অব্যহত রাখতে চাই। আমি বর্তমানে ৭১ এর ৭ বীরশ্রেষ্ঠ নিয়ে কাজ করছি। এরপর ইচ্ছা আছে বুদ্ধিজীবী, ক্রাক প্লাটুন... বিষয়ে কাজ করার। গবেষণাধর্মী কাজ করতেই আমি আগ্রহী। আমি জনপ্রিয় হতে নয় প্রিয়জন হবার প্রত্যাশী। একজন শব্দ কারিগর হবার নেশায় আমায় ধরেছে।



রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৮/ফিরোজ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়