ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বক্সিং ডে টেস্টে নেই হ্যাজেলউড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ১৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বক্সিং ডে টেস্টে নেই হ্যাজেলউড

অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন লাঙ্গার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন, বক্সিং ডে টেস্টে তারা পাবেন না পেসার জস হ্যাজেলউডকে।

পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরিতে পড়েছিলেন এ পেসার। স্ক্যান রিপোর্টে বেরিয়ে এসেছেন, হ্যামস্ট্রিং চোটে পড়েছেন হ্যাজেলউড। গ্রেড ওয়ান এ ইনজুরি থেকে ফিরতে সময় লাগবে দুই সপ্তাহ। পার্থে মাত্র ৮ বল করেছিলেন হ্যাজেলউড। নতুন বছরের শুরুতে আগামী ৩ জানুয়ারি সিডনি টেস্টে তার মাঠে ফেরার কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ধারণা করা হচ্ছে হ্যাজেলউডের জায়গায় বক্সিং ডে টেস্টে খেলবেন জেমস প্যাটিনসন। তবে এ নিয়ে সরাসরি কোনো উত্তর দেননি লাঙ্গার,‘এটা নিশ্চিত প্যাটিনসন ও মিচেল নেসার স্কোয়াডে আসবে। আমরা একজন পেসারকে তার জায়গায় নেব সেটাও ঠিক। আবার আমাদের ভাবনায় পিটার সিডলও আছে। অ্যাশেজে সে বালো করেছে। ভিক্টোরিয়ার হয়েও ভালো করছে। এমসিজিতে তার রেকর্ড ভালো। আশা করছি দ্রুতই আমরা সিদ্ধান্ত নিতে পারব।’

প্যাটিনসনকে নিয়ে লাঙ্গার আলাদা করে বলেছেন,‘আমি প্যাটোর কথা আলাদা করে বলতে চাই। ওর কর্মচাঞ্চল্য আমাকে অবাক করেছে। তার উড়ার মতো ক্ষমতা আছে। অস্ত্রোপচারের পর ও বলল, সে টেস্ট খেলার জন্য যে কোনো কিছু করতে পারে। এখন সে পুরোপুরি ফিট। খেলার জন্য প্রস্তুত। যদি সে সুযোগ পায় অবশ্যই সে ভালো কিছু করবে। কোচ হিসেবে বলছি, ও খেলতে মুখিয়ে আছে।’


ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়