ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বগুড়ায় ফ্লাওয়ার মিলের ম্যানেজারের মৃতদেহ উদ্ধার

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০৪, ২৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বগুড়ায় ফ্লাওয়ার মিলের ম্যানেজারের মৃতদেহ উদ্ধার

বগুড়া শহরের চেলোপাড়ায় সোনালী ফ্লাওয়ার মিলের ম্যানেজারের ঝুলন্ত লাশ মিলের অফিস কক্ষ থেকে মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৫ টায় উদ্ধার করা হয়েছে। পুলিশ এটাকে আত্মহতা বলে ধারনা করছে।

সদর সার্কলের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানান, সোনালী ফ্লাওয়ার মিলের ম্যানেজার মোস্তাফা আল মামুন(৫৮) ও তার দুই সহকর্মী শুভ রায় ও বাবু মিলের অফিস কক্ষে কাজ করতেন।

মঙ্গলবার দুপুরে তার দুই সহকর্মী তাকে রেখে খাবার জন্য বাড়ি যায়। ম্যানেজার মামুন অফিসক ঘরের দরজা বন্ধ করে থাকে। পরে বিকাল ৫ টায় তার দুই সহকর্মী এসে দেখে অফিস ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর মামুন দরজা না খুললে তারা তার বাড়িতে খবর দেয়। মামুনের ছোট ভাই মোস্তাফা আল শাহরিন ও মামুনের স্ত্রী এসে অফিস ঘরের দরজা ভেঙ্গে জানালার গ্রীলের সাথে গলায় গামছা দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

পরে তারা পুলিশে খবর দিলে অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ও সদর থানার ওসি বদিউজ্জামান ঘটনা স্থলে যান। তারা মানুনের ঝুরন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলের মর্গে পাঠিয়ে দেন।

সদর থানার ওসি বদিউজ্জামান জানান এটি আত্মহত্যা হতে পারে। আত্মহত্যার যেসব উপসর্গ থাকার কথা তার সবই ছিল।

এ ব্যাপারে থানায় মামলা হবে বলে সদর থানার ওসি জানান।


আখতারুজ্জামান/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়