ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বগুড়ায় ‘বুন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তি জঙ্গি নেতা রবিন

একে আজাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ১৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বগুড়ায় ‘বুন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তি জঙ্গি নেতা রবিন

বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে।

তিনি হলেন জঙ্গি সংগঠন জামাআতুল ‍মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন জেলার সমন্বয়ক আবু মুসা ওরফে রবিন। রবিন জঙ্গি নেতা রাজিব গান্ধীর সহযোগী বলে নিশ্চিত করেছে পুলিশ।

সোমাবার দিবাগত রাত আড়াইটার দিকে কাহালুর পাতনজা এলাকায় পুলিশের টহল গাড়ির ওপর পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় একদল দুর্বৃত্ত। পুলিশ পাল্টা গুলি ছুড়লে গুরুতর আহত হয় জেএমবি নেতা আবু মুসা ওরফে রবিন।

এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। পরে রবিনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রথমে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। দুপুরের দিকে এক  বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ তার পরিচয় নিশ্চিত করে বলেছে, জঙ্গি আবু মুসা ওরফে রবিনের বাড়ি পাবনা জেলায়। সে নিষিদ্ধ সংগঠন জেএমবির পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়া জেলার সমন্বয়ক।  এ ছাড়া একাধিক জঙ্গি হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল আবু মুসা।


রাইজিংবিডি/বগুড়া/১৪ ফেব্রুয়ারি ২০১৭/একে আজাদ/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়