ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বগুড়ায় ভিটামিন এ ক্যাপসুল খাবে সাড়ে ৪ লাখ শিশু

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বগুড়ায় ভিটামিন এ ক্যাপসুল খাবে সাড়ে ৪ লাখ শিশু

আগামী ১১ জানুয়ারি বগুড়ায় মোট ৪ লাখ ৭৩ হাজার শিশুকে লাল ও নীল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য়) রাউন্ড উপলক্ষে বুধবার বেলা ১১ টায় বগুড়া সিভিল সার্জন অফিসের সভা কক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য  ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য পুষ্ঠি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্ঠি সেবা স্বাস্থ্য অধিদপ্তর  এ ক্যাস্পেইন বাস্তবায়ন করেছে।

ক্যাম্পেইন এর সভায় জেলা সিভিল সার্জন বলেন, কেউ যেন এ ক্যাপসুল নিয়ে কোনো অপপ্রচার না চালায় সে বিষয়ে স্বাস্থ্য বিভাগ সচেতন রয়েছে। ক্যাম্পেইন সচেতনতা লক্ষে শুক্রবার সব মসজিদে ইমামদের সচেতন করার পরামর্শ দেয়া হয়েছে।

জেলায় মোট ২ হাজার ৭৮৬টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৩ হাজার ৮৯৬ জন শিশুকে নীল এবং ১২ থেকে ৫৯ বয়সী ৪ লাখ ১৯ হাজার ১৩৩ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। ৫ হাজার ৫৭২ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করবেন।

ওরিয়েন্টেশন সভা সভাপতিত্ব করেন জেলা সির্ভিল সার্জন ডা.   গওসুল আযিম চোধুরী। আরো বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ডা. সমির হোসেন মিশু, জেলা ডেপুটি সিভিল সার্জান ডা. মোস্তাফিজুর রহমান, মেডিক‌্যাল অফিসার ডা. আসমা হক।


বগুড়া/আখতারুজ্জামান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়