ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ, জবিতে আনন্দ র‌্যালি

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ১০ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ, জবিতে আনন্দ র‌্যালি

জবি প্রতিনিধি : মহাকাশে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’ এর উৎক্ষেপণ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সাউথ এশিয়ান স্টাডি সার্কেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্যোগে আনন্দ র‌্যালি হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ র‌্যালি হয়।

উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের নেতৃত্বে আনন্দ র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। র‌্যালি পরিচালনা করেন সাউথ এশিয়ান স্টাডি সার্কেলের পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী। এ সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১০ মে ২০১৮/আশরাফুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়