ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বঙ্গবন্ধুকে নিয়ে গাইতে পেরে গর্বিত: নচিকেতা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৫, ১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধুকে নিয়ে গাইতে পেরে গর্বিত: নচিকেতা

বিনোদন ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গাইলেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা।

‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির, হাজার বছর ধরে, বঙ্গবন্ধু তুমি ভোরের সূর্য, উঠুক পৃথিবী জুড়ে’— এমন কথার গানটি লিখেছেন সুজন হাজং। সুর করেছেন যাদু রিছিল। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। কলকাতার লেক টাউন ফিউশন প্রো স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

নচিকেতা বলেন, ‘বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গাইতে পেরে আমি গর্বিত। যার ডাকে বাঙালি জাতি একাত্তরে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এবং স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। বঙ্গবন্ধুর মতো মহান নেতার প্রতি এই গানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করতে পেরে একজন শিল্পী হিসেবে সৌভাগ্যবান মনে করছি। গানটি বাংলা ভাষার প্রতিটি মানুষ শুনবেন এমনটা আশা করছি।’

সুজন হাজংয়ের লেখা গান নিয়ে তৈরি হচ্ছে ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ শিরোনামে অ্যালবাম। এতে স্থান পাবে গানটি। অ্যালবামটির অন্য গানে কণ্ঠ দিচ্ছেন— ফাহমিদা নবী, শুভমিতা (ভারত), আশরা কুনওয়ার (নেপাল), সাংগে হ্লাদেন শেরিং (ভূটান), ডেভিড (শ্রীলঙ্কা) এবং শালাবি (মালদ্বীপ)।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালে অ্যালবামটি মুক্তি পাবে বলে জানান সুজন হাজং।

 

রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়