ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বঙ্গবন্ধুকে স্মরণ করে গ্রন্থমেলায় স্টল

ছাইফুল ইসলাম মাছুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৯, ৩ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধুকে স্মরণ করে গ্রন্থমেলায় স্টল

ছাইফুল ইসলাম মাছুম: শুরু হয়েছে বইপ্রেমীদের প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা। মেলায় প্রকাশকদের পাশাপাশি স্থান পেয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের স্টল।

বাংলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর কর্ম ও জীবন মেলায় আগত বইপ্রেমীদের সামনে তুলে ধরার জন্য রয়েছে তিনটি স্টল। স্টলগুলো হলো ‘জাতির জনক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর’, ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ এবং ‘বঙ্গবন্ধু বার্তা’। তিনটি স্টলের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের কার্যক্রম সম্পর্কে।

জাতির জনক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর: ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের তত্ত্বাবধানে এই স্টলটি করা হয়েছে। স্টলটিতে বঙ্গবন্ধুর লেখা বিখ্যাত বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ রয়েছে। রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা পাঠকপ্রিয় বই ‘আমার পিতা শেখ মুজিব’। এছাড়া বঙ্গবন্ধুর ছবি, কলম, মগ, প্লেটসহ অনেক স্যুভেনির রয়েছে। স্টলে প্রদর্শিত জিনিসগুলো দর্শনার্থীরা চাইলে কিনতে পারবেন। স্টলের দায়িত্বে থাকা সজীব মিয়া রাইজিংবিডিকে বলেন, ‘১৯২০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ৫৫ বছর বঙ্গবন্ধুকে জেল জুলুম ও অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। বঙ্গবন্ধুর অবদান এই প্রজন্মের কাছে তুলে ধরতেই আমাদের এই প্রচেষ্টা।’ বঙ্গবন্ধুকে নিয়ে বইমেলায় নতুন আরেকটি বই আসবে বলে জানান তিনি।



বঙ্গবন্ধু ফাউন্ডেশন:
বঙ্গবন্ধু ফাউন্ডেশন থেকেও বাংলা একাডেমি প্রাঙ্গণে  স্টল বরাদ্দ নেয়া হয়েছে। সেখানে বিক্রি হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন বই। স্টলে কথা হয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার দাশের সঙ্গে। তিনি বলেন, ‘জাতির পিতা শেখ মুজিবের আদর্শ নীতি বাস্তবায়নের জন্য আমরা এই ফাউন্ডেশন গড়ে তুলেছি। বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরছি। এছাড়া আমরা দুস্থ অসহায় মানুষের জন্যও কাজ করছি।’

বঙ্গবন্ধু বার্তা: বাংলা একাডেমির ৮০ নম্বর স্টলটির নাম ‘বঙ্গবন্ধু বার্তা’। স্টলটি পরিচালনা করছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। স্টলটিতে বিক্রি করা হচ্ছে ‘ছবি কথা বলে, উন্নয়নের মহাসড়ক’, ‘৭ মার্চের ভাষণ’, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ’প্রভৃতি বই ও অ্যালবাম। কথা হয় স্টলটির দায়িত্বে থাকা রাজু হোসেনের সঙ্গে। তিনি রাইজিংবিডেকে বলেন, ‘জাতির জনকের পাশাপাশি বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম তুলে ধরতে আমাদের এই আয়োজন।’



এ প্রসঙ্গে বাংলা একাডেমির উপ-পরিচালক অনু হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘‘বাংলা একাডেমি সব সময় বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। বাংলাদেশের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সঙ্গে বঙ্গবন্ধু গভীরভাবে যুক্ত। বাংলা একাডেমি থেকে প্রকাশ করা হয়েছে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’। বইগুলো প্রকাশের সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে মানুষের জানার আগ্রহ অনেক বেশি। যারা নিজেদের আগ্রহ থেকে বঙ্গবন্ধুকে নিয়ে স্টল করছে, বাংলা একাডেমি তাদের সহযোগিতা করছে।’’




রাইজিংবিডি/ঢাকা/৩ ফেব্রুয়ারি ২০১৮/ফিরোজ/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়