ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণে উন্নত দেশে পরিণত হওয়া সম্ভব’

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ২০ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণে উন্নত দেশে পরিণত হওয়া সম্ভব’

জ্যেষ্ঠ প্রতিবেদক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে কাজ করলে বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করা সম্ভব।

মঙ্গলবার ঢাকার কেন্দ্রীয় পরিবহন পুল ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সচিব এ কথা বলেন।

ফয়েজ আহম্মদ বলেন, ১৫ আগস্ট জাতির জন্য একটি শোকাবহ দিন৷ এই শোককে শক্তিতে পরিণত করে সকলকে দেশের উন্নয়নে কাজ করতে হবে৷

তিনি সবাইকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান৷

সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার মো. মিজানুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন৷ স্বাগত বক্তব্য রাখেন অধিদপ্তরের পরিচালক মো. শাহজাহান আলী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দুলাল কৃষ্ণ সাহা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

 

রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৯/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়