ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর: ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ২৪ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর: ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর ও অবমাননার অভিযোগে ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়ার দায়ের করা মামলার সূত্র ধরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ফয়সাল আজম ফাইন, ছাত্রলীগ নেতা সুব্রত ঘোষ ও ফিরোজ মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রোকনুজ্জামান। তবে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রলীগের একটি গ্রুপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ও থানা সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুটি হলের বেশ কয়েকটি কক্ষে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করা হয়।


রাইজিংবিডি/রংপুর/২৪ আগস্ট ২০১৯/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়