ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বঙ্গবন্ধুর সহধর্মিণীর চরিত্রে অডিশন দিলেন জ্যোতি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১২, ১৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধুর সহধর্মিণীর চরিত্রে অডিশন দিলেন জ্যোতি

নির্মিত হতে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক সিনেমা। ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করবেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল।

এখন চলছে সিনেমার বিভিন্ন চরিত্রে শিল্পী বাছাইয়ের কাজ। এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে গত ৫ ফেব্রুয়ারি ঢাকায় এসেছিলেন শ্যাম বেনেগাল। এরই মধ্যে অনেক শিল্পীর নাম প্রকাশ্যে এসেছে। এবার জানা গেল, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয়ের জন্য অডিশন দিয়েছেন জ্যোতিকা জ্যোতি।

এ অভিনেত্রী রাইজিংবিডিকে বলেন, ‘চরিত্রটির জন্য দুই দফা অডিশন দিয়েছি। প্রথমে কাস্টিং ডিরেক্টর, পরে শ্যাম বেনেগাল স্যারের কাছে অডিশন দিই। দুজনেই আমার পারফরম্যান্স পছন্দ করেছেন। তবে এখনো চূড়ান্ত হয়নি। কারণ সিনেমাটিতে এখনো চুক্তিবদ্ধ হইনি। দেখা যাক কী হয়।’

তবে বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কিশোরী বয়সের চরিত্রের জন্য মাসুমা রহমান নাবিলা অডিশন দিয়েছেন। কিন্তু তার অভিনয়ের বিষয়টিও এখনো চূড়ান্ত নয় বলে জানা গেছে।

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। এদিন সিনেমাটির শুটিং শুরু হবে। ২ ঘণ্টা ২০ মিনিটের এই সিনেমা বাংলাদেশের পাশাপাশি ভারতেও মুক্তি পাবে বলে জানা গেছে।

 


ঢাকা/শান্ত/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়