ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘বঙ্গবন্ধুর স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে হবে’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ১৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বঙ্গবন্ধুর স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে হবে’

নিজস্ব প্রতিবেদক : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করতে হলে তাঁর স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে হবে।

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু একটি আদর্শের নাম । এ আদর্শকে ধারণ করতে পারলে আমাদের সকলের লাভ, জাতির লাভ। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান সৎ সাহস আর নেতৃত্বের দৃঢ়তার জন্য বঙ্গবন্ধু হয়েছেন, জাতির পিতা হয়েছেন, মহান হয়েছেন। বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করে সকলে মিলে একসঙ্গে কাজ করে ২০৪১ সালের উন্নত-সমৃদ্ধ দেশ গঠনে আত্মনিয়োগ করবো-আজকের দিনে এই হোক আমাদের শপথ।

মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম এর সভাপতিত্বে অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন, ড. রেজাউল হক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহা-পরিদর্শক শিবনাথ রায়, অতিরিক্ত সচিব সাকিউন নাহার এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমানসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ আলোচনায় অংশ নেন।

পরে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সকল শহিদের প্রতি রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং বিশেষ মোনাজাত করা হয়।


রাইজিংবিডি/ঢাকা/১৮আগস্ট ২০১৯/আসাদ/নবীন হোসেন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়