ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সন্দ্বীপ চ্যানেলে ১৮ ক্রুসহ জাহাজডুবি

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সন্দ্বীপ চ্যানেলে ১৮ ক্রুসহ জাহাজডুবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বঙ্গোপসাগরে সন্দ্বীপ চ্যানেলের কাছে ১৮ ক্রুসহ একটি লাইটার জাহাজ ডুবে গেছে।

বুধবার দুপুরের দিকে সন্দ্বীপ চ্যানেল থেকে ১৮ কিলোমিটার দুরবর্তী সমুদ্রে টিটু-১৮ নামের জাহাজটি ডুবে যায়।

কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার সাইফুল ইসলাম রাইজিংবিডিকে জাহাজডুবির বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড সূত্র জানায়, জাহাজের মালিক পক্ষের মাধ্যমে খবর পেয়ে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ ‘দুর্জয়’ ডুবে যাওয়া জাহাজের ক্রুদের উদ্ধারে ঘটনাস্থলে অবস্থান করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কয়েক ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

জাহাজে কি মালামাল ছিলো এবং কিভাবে ডুবে গেছে, এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেনি কোস্টগার্ড। উদ্ধারকারী দল ফিরে আসলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে বলে কোস্টগার্ডের অপারেশন অফিসার সাইফুল জানিয়েছেন।

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/৭ আগস্ট ২০১৯/রেজাউল/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়