ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বছরের শেষ দিনে সিলেটে পর্যটকের ভিড়

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ৩১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বছরের শেষ দিনে সিলেটে পর্যটকের ভিড়

পশ্চিম আকাশে হেলে পড়েছে সূর্য। লাল আভা ছড়িয়েছে পুরো আকাশ জুড়ে। বছরের সব দিন এভাবেই সূর্যাস্ত হয়, এ নিয়ে কারো বাড়তি আগ্রহ থাকে না। তবে বছরের শেষ দিন সূর্যাস্তের দৃশ্য দেখতে ও ক্যামেরাবন্দি করে রাখতে সকলেরই চোখ ছিল পশ্চিম আকাশের দিকে।

২০১৯ সালের শেষ সূর্যাস্তের দৃশ্য দেখতে মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের ওসমানী বিমানবন্দর এলাকাসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করেন দর্শনার্থীরা। শীত মৌসুম হওয়ায় সিলেটে পর্যটকের বাড়তি চাপও রয়েছে। তারাও যোগ দিয়েছিলেন সূর্যাস্তের দৃশ্য দেখতে।

শহরের পাশের চা বাগানগুলোতেও দর্শনার্থীর ভিড় রয়েছে। ভিড় রয়েছে জাফলং, বিছানাকান্দি, ভোলাগঞ্জ জিরো পয়েন্ট, লালা খালসহ সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতেও। বিশেষ করে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় দল বেঁধে বন্ধুদের নিয়ে বেড়াতে আসা লোকদের ভিড় বেশি সিলেটে।

অন্যান্য বছরের তুলনায় এ বছর ডিসেম্বর মাসে সিলেটে পর্যটকের সমাগম বেশি হয়েছে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

তারা বলেন, সিলেটে সারা বছরই পর্যটকরা আসেন। তবে ডিসেম্বরের শেষদিকে স্কুল-কলেজ বন্ধ থাকায় পর্যটকদের পরিমাণ বেড়েছে।

সিলেট ট্যুরিজম ক্লাবের সভাপতি হুমায়ুন কবির লিটন বলেন, ‘প্রকৃতিকন্যা খ্যাত সিলেট একেক ঋতুতে একেক রূপ ধারণ করে। শীতে সিলেটের রূপ বেশ আকর্ষণীয় হয়। এজন্য শীতকালে পর্যটক সংখ্যা বেড়ে যায়। আজও সিলেটে অনেক পর্যটক এসেছেন।’

লাক্কাতুড়া চা বাগানে কথা হয় ঢাকা থেকে আসা এক দম্পতির সঙ্গে। তারা বলেন, ‘সিলেটের প্রকৃতি খুব ভালো লাগে। এজন্য বছরের শেষ দিন এখানেই কাটাচ্ছি।’

বন্ধুদের নিয়ে ঘুরতে আসা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র রাকিব হাসান বললেন, ‘কলেজ বন্ধ। তাই বন্ধুরা মিলে ঘুরতে এসেছি। সিলেটে আগেও এসেছিলাম। তবে শীতকালে আসা হয়নি। শীতে সিলেটে ঠান্ডা বেশি হলেও প্রকৃতি অসাধারণ।’

বিমানবন্দর এলাকায় বছরের শেষ সূর্যাস্তের ছবি তুলছিলেন সিলেটের স্থানীয় একটি সংবাদপত্রের আলোকচিত্রী এইচ এম শহীদুল ইসলাম। বিদায়ী বছরের সব ব্যর্থতা আর গ্লানি ভুলে নতুন বছর ভালোভাবে শুরু করার প্রত‌্যাশা ব‌্যক্ত করেন তিনি।

সিলেট ট্যুর গাইড অ‌্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিয়া বলেন, ‘সিলেটে পর্যটকের ভিড় বাড়ছে। গত সপ্তাহ থেকে প্রতিদিনই দল বেঁধে পর্যটকরা আসছেন সিলেটে। বেশিরভাগ হোটেল-কটেজে সিট খালি নেই।’

এদিকে, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। সন্ধ্যার আগেই সব ধরনের অনুষ্ঠান শেষ করতে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।


সিলেট/নোমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়