ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বনানী থেকে বিএমডব্লিউ গাড়ি জব্দ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৬, ১৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বনানী থেকে বিএমডব্লিউ গাড়ি জব্দ

জব্দকৃত গাড়ি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানী এলাকা থেকে বিলাসবহুল বিএমডব্লিউ এস-৫ গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা।

মঙ্গলবার রাতে বনানীর ২৫/এ নম্বর রোডের ‘আকাশপ্রদীপ’  নামে ৪৬ নম্বর বাড়ি থেকে গাড়িটি জব্দ করা হয়। যার নম্বর ওয়াইএফ-০৫ পিভিটি।

কারনেট সুবিধায় গাড়িটি ২০১১ সালে দেশে আনা হয়। কারনেটের মেয়াদ শেষ হলেও তা জমা দেওয়া হয়নি। এ বিষয়ে একাধিক নোটিশ দেওয়া হয়েছিল। গাড়ির মালিক ব্যবসায়ী মোহাম্মদ মুহসিন আলম আমদানিকালে নিজেকে যুক্তরাজ্যের কভেন্ট্রির বাসিন্দা দাবি করে শুল্কমুক্ত সুবিধা নেন।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুল্কসহ গাড়িটির বর্তমান মূল্য সাড়ে ৩ কোটি টাকা।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৭/রহমান/ইভা/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়