ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিঙ্গাপুর ও মালয়েশিয়ার পোর্ট কেলাং অভিমুখে সারেরার যাত্রা শুরু

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ২৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিঙ্গাপুর ও মালয়েশিয়ার পোর্ট কেলাং অভিমুখে সারেরার যাত্রা শুরু

দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর বাংলাদেশি দ্বিতীয় কনটেইনারবাহী জাহাজ ‘এমভি সারেরা’ ১ হাজার ২৮৫ টিইইউস নিয়ে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার পোর্ট কেলাং অভিমুখে যাত্রা শুরু করেছে। 

সোমবার (২৯ জুন) সন্ধ‌্যায় চট্টগ্রাম বন্দরের জেটি ত্যাগ করে জাহাজটি। এর আগে গত ২৩ জুন সারেরা চট্টগ্রাম নামের একই গ্রুপের অপর একটি কন্টেইনার জাহাজ সিঙ্গাপুরের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে।

চট্টগ্রাম বন্দর সূত্র জানিয়েছে, বন্দরে হাজার হাজার কন্টেইনারবাহী জাহাজ আসা যাওয়া করলেও গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশি পতাকাবাহী কোনও কন্টেইনারবাহী জাহাজ ছিলো না। সবশেষ ২০০৭ পর্যন্ত কিউসি এবং ২০১০ সাল পর্যন্ত এইচআরসি বাংলাদেশি পতাকাবাহী কন্টেইনারবাহী ৭টি জাহাজ চলাচল করেছে। বর্তমানে ওই দুটি কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। দীর্ঘ ১০ বছর পর আবার চট্টগ্রামের বেসরকারি মালিকানাধীন বাংলাদেশ এক্সপ্রেস সার্ভিস নামের প্রতিষ্ঠানের আওতাধীন দুটি কন্টেইনারবাহী জাহাজ চলাচল শুরু হলো আন্তর্জাতিক সমূদ্র রুটে।

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি  প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক এর প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপটেন তানভির আহাম্মেদ বলেন, ১ হাজার ২৮৫টি পণ্যবাহী কন্টেইনার নিয়ে বাংলাদেশ এক্সপ্রেস সার্ভিসের সারেরা চট্টগ্রাম নামে বাংলাদেশি পতাকাবাহী দ্বিতীয় জাহাজটি সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে। জাহাজী সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার পোর্ট কেলাং বন্দরে রপ্তানি পণ্য পৌঁছে দিবে এবং ফিরতি পথে আবার আমদানি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে ফিরে আসবে।

 

চট্টগ্রাম/রেজাউল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়