ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বন্দরে ২৪ ঘণ্টা ব্যাংক খোলা রাখার নির্দেশ

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২১, ৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বন্দরে ২৪ ঘণ্টা ব্যাংক খোলা রাখার নির্দেশ

অর্থনৈতিক প্রতিবেদক : রপ্তানি আয় ও বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দেশের সব সমুদ্র, স্থল ও বিমানবন্দরে অবস্থিত ব্যাংক শাখা সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুরোধে এ সংক্রান্ত সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে এবং স্থানীয় প্রশাসনসহ বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত কার্যকর করতে বলা হয়েছে।

এ ছাড়া বন্দর চালু রাখার মতো ব্যাংক শাখা ও বুথ  সার্বক্ষণিক খোলা রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে সার্কুলারে।

 

রাইজিংবিডি/ঢাকা/৭ আগস্ট ২০১৯/নাসির/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়