ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বন্ধ হচ্ছে করোনা বিয়ারের উৎপাদন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪০, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বন্ধ হচ্ছে করোনা বিয়ারের উৎপাদন

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের অন্যান্য দেশের মত মেক্সিকোতে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।  

এমন পরিস্থিতিতে করোনা বিয়ারের উৎপাদন সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে মেক্সিকান কোম্পানি গ্রুপো মডেলো ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) তাদের পক্ষ থেকে এমনটি বলা হয়।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, জরুরি অবস্থার সময় মেক্সিকোতে সকল অপ্রয়োজনীয় দ্রব্য উৎপাদন বন্ধ রাখতে বলা হয়েছে। আর বিয়ারকেও অপ্রয়োজনীয় দ্রব্যের তালিকায় রাখা হয়েছে। জানা গেছে, আগামী রোববার থেকে বন্ধ হচ্ছে করোনা বিয়ারের উৎপাদন।

মেক্সিকোর গ্রুপো মডেলো কোম্পানির পণ্য বিশ্বের ১৮০ দেশে রপ্তানি হয়।

দেশটিতে শেষ খবর পাওয়া পর্যন্ত এক হাজার ৫১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন অন্তত ৫০ জন।

সূত্র : ডেইলি মার্কারি


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়