ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘বন্যায় খাদ্য শস্য নষ্ট হয়নি’

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ৫ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বন্যায় খাদ্য শস্য নষ্ট হয়নি’

বাগেরহাট প্রতিনিধি : বন্যায় খাদ্য শস্য নষ্ট হয়নি উল্লেখ করে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে  খাদ্য সংকট হওয়ার কোনো কারণ নেই।

সোমবার দুপুরে মোংলার জয়মনিরঘোল এলাকার সাইলোর কার্যক্রম পরিদর্শনকালে এ কথা বলেন খাদ্য মন্ত্রী।

তিনি জানান, বর্তমানে দেশে খাদ্য উদ্বৃত্ত রয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে ৪৬% খাদ্য শস্য মোংলা বন্দর দিয়ে আমদানি করা হচ্ছে।

খাদ্যের প্রয়োজনীয় মজুদ নিশ্চিতে সারা দেশে আরও দুইশ’ সাইলো (খাদ্য গুদাম) নির্মাণ করা হবে বলেও জানান তিনি। যার প্রত্যেকটির ধারণ ক্ষমতা হবে পাঁচ হাজার টন।

এছাড়া মোংলার বৃহত্তম এই সাইলো আরো কার্যকর করার জন্য জেটির সামনের অংশে পশুর নদীতে ড্রেজিং ও মোংলা-জয়মনি রাস্তাও দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে বলে জানান তিনি।

এ সময় মন্ত্রীর সঙ্গে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওমর ফারুক, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল আজিজ মোল্লা, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, মোংলা উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান উপস্থিত ছিলেন।


রাইজিংবিডি/বাগেরহাট/৫ আগস্ট ২০১৯/আলী আকবর টুটুল/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়