ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বরিশাল সদরে প্রতিশ্রুতির ফুলঝুড়ি প্রতিদ্বন্দ্বীদের

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৪, ২৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশাল সদরে প্রতিশ্রুতির ফুলঝুড়ি প্রতিদ্বন্দ্বীদের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: প্রচারের শেষ সময়ে শুধুই উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন বরিশাল-৫ (সদর) আসনের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী।

ভোটারদের মন জয় করতে গণসংযোগসহ লিফলেট বিতরনকালে নিত্য নতুন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এ আসনের নৌকার প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকে সোমবার জেলা আইনজীবী সমিতি চত্ত্বর থেকে শুরু করে ফজলুল হক এভিনিউ হয়ে নগর ভবন এলাকা পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উন্নয়ন প্রতিশ্রুতি দিতে দেখা যায়। এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৩০ ডিসেম্বর দলমত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেন, ‘তার প্রধান প্রতিদ্বন্দ্বী মজিবর রহমান সরোয়ার ৪ বার এমপি এবং একবার মেয়র ছিলেন। তিনি বরিশালের কোন উন্নয়ন করতে পারেননি। বরিশালের মানুষ নতুন মুখ চাচ্ছে। ৩০ ডিসেম্বর নৌকা বিজয়ী হলে দক্ষিণাঞ্চলে শিল্প-কলকারখানা, গার্মেন্ট হবে। পদ্মা সেতু ও পায়রা বন্দর বাস্তবায়ন হবে। কুয়াকাটা পর্যন্ত ফোরলেন এবং রেললাইন হবে। লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে। এ অঞ্চলে কোন মানুষ বেকার থাকবে না।’

এছাড়া নির্বাচিত হলে সিটি মেয়র সাদিক আবদুল্লাহকে সাথে নিয়ে বরিশালকে স্বপ্নের নগরী গড়ার প্রতিশ্রুতি দেন তিনি।



অন্যদিকে এই আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, ‘বিএনপি জয়ী হলে বরিশালে ক্রিকেট স্টেডিয়াম, শহর ও আশপাশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কলকারখানা স্থাপন করা হবে।’

তিনি আইনের শাসন-ন্যায় বিচার কায়েম এবং তরুনদের সমস্যার সমাধান করারও প্রতিশ্রুতি দেন।

বিএনপি’র এই প্রার্থী বলেন, ‘সেনা বাহিনী মোতায়েন হওয়ায় মানুষের মধ্যে ভোট সংশয় দূর হচ্ছে। এ সময় সরোয়ার আরও বলেন, বেগম খালেদা জিয়া বরিশালের অনেক উন্নয়ন করেছেন।’

নগরীর কেডিসি এবং বরফকল বস্তি এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ তাকে এসব প্রতিশ্রুতি দিতে দেখা যায়। তিনি বরিশালের উন্নয়ন, অবরুদ্ধ গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তির জন্য ৩০ ডিসেম্বর সারা দিন ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।



রাইজিংবিডি/বরিশাল/২৬ ডিসেম্বর ২০১৮/জে.খান স্বপন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়