ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বরিশাল সিটির দায়িত্ব নিলেন সাদিক আবদুল্লাহ

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ২৩ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশাল সিটির দায়িত্ব নিলেন সাদিক আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণ করেছেন নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। মঙ্গলবার বিকেলে বরিশাল সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন তার কাছে কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাসের সভাপতিত্বে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নব নির্বাচিত মেয়র বলেন, ‘তিন থেকে ৪০০ কোটি দেনা নিয়ে দায়িত্ব গ্রহণ করেছি। কর্পোরেশনের কী অবস্থা আছে সেটা এখনো ভালোভাবে বলতে পারছি না। দেনা যতদিন পরিশোধ না হবে, ততদিন আমি কর্পোরেশনের সম্মানী নেব না।’

তিনি বলেন, ‘উন্নয়ন করার মত অনেক কিছু আছে। তবে মুখে নয়, আমি কাজ করে তা দেখাতে চাই। নির্বাচনের আগে আমি বারবার বলেছি বর্ধিত এলাকার উন্নয়নের কাজ করব। বস্তি ও নগরীর সড়ক ব্যবস্থা উন্নয়নে কাজ করব। আমি বড় পরিকল্পনা হাতে নিয়েছি, যেখানে নগরীর বিভিন্ন পর্যায়ের উন্নয়ন সাধিত হবে।’

অতীতে করপোরেশনের দুর্নীতির বিষয়ে সাদিক বলেন, অতীতের দুর্নীতির বিষয়গুলো খতিয়ে দেখা হবে। এতে কোনো মেয়র বা কাউন্সিলর জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি যদি আমি নিজেও জড়িত থাকি সেই বিষয়েও যথাযথ নিয়মে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের আইন মান্য করে প্রত্যেককে কাজ করতে হবে। আমি জনপ্রতিনিধিদের আগেই বলেছি বিষয়টা। কোনো কাউন্সিলর ঠিকাদারী কাজের সাথে জড়িত থাকতে পারবে না। আমি সামনের সিটি নির্বাচনে মানুষের কাছে আর ভোট চাইব না, মানুষ যাতে আমাকে এমনিতেই ভোট দেয় সেইভাবে কাজ করার মানসিকতা নিয়ে আমি চলছি।’

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোশারফ হোসেন, বরিশাল জেলা প্রশাসক অজিয়র রহমান, বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমুখ।



রাইজিংবিডি/ বরিশাল/ ২৩ অক্টোবর ২০১৮/ জে. খান স্বপন/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়