ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বরিশালে খাবার খেয়ে ৪০ মাদ্রাসাছাত্র অসুস্থ

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশালে খাবার খেয়ে ৪০ মাদ্রাসাছাত্র অসুস্থ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালে মাদ্রাসায় খাবার খেয়ে ৪০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ৩২ জনকে বরিশাল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই ওই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। বরিশাল নগরীর ৪ নম্বর ওয়ার্ডের উল্লগনি নূরানী ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে।

মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক জানান, এ মাদ্রাসায় ও এতিমখানায় ৪০ শিক্ষার্থী রয়েছে। সকালে এখানকার আবাসিক হোটেলে শিক্ষার্থীরা খিচুরি ও তার সঙ্গে শস খায়। এ ছাড়া দুপুরে ভাতের সঙ্গে ডাল ও লাউ দেওয়া হয়। কিন্তু হঠাৎ করে বিকেলের পর থেকেই একে একে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। বিশেষ করে অস্বাভাবিক বমি আর ঘন ঘন পাতলা পায়খানা শুরু হয়ে যায় তাদের। ওদের বরিশাল সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

অসুস্থ শিক্ষার্থীদের বরাত দিয়ে বরিশাল সদর হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার  ডা. মো. দেলোয়ার হোসেন জানান, সকালে ওরা যে খিচুরি খেয়েছে তা বাসি ছিল। আগের রাতে ফ্রিজে রাখা খিচুরি খেয়েছে। টক হয়ে গেছে এমন খাবার না বোঝানোর জন্য সঙ্গে শস দেওয়া হয়েছে। আর সে কারণেই ওরা বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে।

ডা. মো. দেলোয়ার হোসেন আরো জানান, এখন পর্যন্ত ৩২ জন শিক্ষার্থী ভর্তি রয়েছে।চিকিৎসা দেওয়ার পর ওরা সুস্থ হয়ে উঠছে।



রাইজিংবিডি/বরিশাল/৭ ফেব্রুয়ারি ২০১৭/জে.খান স্বপন/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়