ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বরিশালে ডাচবাংলা ব্যাংকের এজেন্টের টাকা ছিনতাই

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৩, ৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশালে ডাচবাংলা ব্যাংকের এজেন্টের টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালে ছিনতাই হয়েছে ডাচবাংলা ব্যাংকের এজেন্টের ১২ লাখ টাকা। ঘটনায় বরিশালের উজিরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার মেজর এম এ জলিল সেতুতে বুধবার রাতে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

বুধবার রাতের ঘটনায় আজ বৃহস্পতিবার মামলা রুজু হলেও পুলিশ কাউকে শনাক্ত করতে পারেনি।

ছিনতাইয়ের শিকার রিয়াজ মোল্লা গৌরনদীর ডাচবাংলা ব্যাংকের এজেন্ট এবং একই উপজেলার মাহিলাড়া এলাকার বাসিন্দা।

মামলার বিবরণে জানা গেছে, রিয়াজ মোল্লা নগদ ১২ লাখ টাকা নিয়ে গৌরনদী থেকে মোটর সাইকেল চালিয়ে বরিশালের দিকে যাচ্ছিলেন। রাতে পথিমধ্যে শিকারপুর ব্রিজে মোটর সাইকেল থামিয়ে মুঠোফোনে কথা বলছিলেন তিনি। আকস্মিক দুটি মোটরসাইকেলে ৪জন দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ১২ লাখ টাকা ছিনিয়ে নেয়।

উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনায় কয়েকজন অজ্ঞাতনামার কথা উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত কিংবা আটক করা হয়নি।

 

রাইজিংবিডি/বরিশাল/৪ জুলাই ২০১৯/জে. খান স্বপন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়