ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বরিশালে পণ্য পরিবহন ধর্মঘট অব্যাহত

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১০, ২৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশালে পণ্য পরিবহন ধর্মঘট অব্যাহত

ধর্মঘটের ফলে পার্কিং করে রাখা ট্রাক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো পণ্য পরিবহন ধর্মঘট পালিত হচ্ছে।

২১ জেলায় ১২ দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের ফলে বরিশালে ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যানসহ সকল পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে।

ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার সকালে নগরীর বন্দর রোডের আঞ্চলিক কর ভবনের সামনে বিক্ষোভ মিছিল করে পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

বরিশাল বিভাগীয় পণ্য পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ঈমান আলী শরীফ বাবুল বলেন, ১২ দফা দাবিতে তারা সরকারকে আল্টিমেটাম দিয়েছিলেন। কিন্তু সরকার কর্ণপাত করেনি। এ কারণে তারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় অনির্দিষ্টকালের পণ্য পরিবহন ধর্মঘট ডেকেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।

 

 

রাইজিংবিডি/বরিশাল/২৪ জানুয়ারি ২০১৭/জে. খান স্বপন/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়