ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বরিশালে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ২৯ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশালে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালে মাদক মামলায় লিপি বেগম নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ ছাড়াও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

রোববার বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।

লিপি বর্তমানে পলাতক রয়েছে। তিনি যশোর বেনাপোল এলাকার আলমগীর হোসেনের স্ত্রী।

আদালতের ব্রাঞ্চ সহকারী হারুন উর রশীদ জানান, ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুরস্থ ইউসেফ টেকনিক্যাল স্কুলের সামনে থেকে ৩৬ বোতল ফেনসিডিলসহ লিপিকে ডিবি পুলিশ আটক করে।

পরদিন বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এস.আই জাহিদুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা করেন।পরে ডিবির পরিদর্শক মাসুমুর রহমান একই সালের ২৮ মার্চ ওই মামলায় আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালত ১৪ জনের মধ্য থেকে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করেন।



রাইজিংবিডি/বরিশাল/২৯ জানুয়ারি ২০১৭/জে. খান স্বপন/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়