ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বলিউড কোরিওগ্রাফার সরোজ খান আর নেই

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৭, ৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বলিউড কোরিওগ্রাফার সরোজ খান আর নেই

সরোজ খান

বলিউড কোরিওগ্রাফার সরোজ খান আর নেই। তার বয়স হয়েছিল ৭১।

শ্বাসকষ্টের সমস্যায় মুম্বাইয়ের গুরু নানক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার (৩ জুলাই) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সরোজ খানের ভাতিজা বলেন, ‘হার্ট অ্যাটাক হওয়ায় রাত আড়াইটায় তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।’

মাত্র তিন বছর বয়সে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সরোজ খান। পঞ্চাশের দশকে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে কাজ করেছেন। ১৯৭৪ সাল পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার হিসেবে কাজ করেন। ‘গীতা মেরা নাম’ সিনেমায় প্রথম কোরিওগ্রাফির সুযোগ পান তিনি। শ্রীদেবী, মাধুরী দীক্ষিতের কোরিওগ্রাফি করে বিশেষ খ্যাতি পেয়েছেন সরোজ খান।  

চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে ২ হাজারের বেশি গানের কোরিওগ্রাফি করেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ তিনবার জাতীয় চলচ্চিত্রসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি।

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘দেবদাস’ সিনেমার ‘দোলা রে দোলা’, ‘তেজাব’ সিনেমার মাধুরী দীক্ষিতের বিখ্যাত ‘এক দো তিন’ গানের কোরিওগ্রাফার তিনি। এছাড়া ‘মিস্টার ইন্ডিয়া, ‘চাঁদনি’, ‘থানেদার’, ‘বাজিগর’, ‘মোহরা’, ‘জব উই মেট’সহ অসংখ্য সিনেমার জনপ্রিয় গানে কোরিওগ্রাফি করেছেন। গত বছর ‘কলঙ্ক’ সিনেমার ‘তবাহ হোগায়ে’ গানে শেষ কোরিওগ্রাফি করেছেন সরোজ খান।

জনপ্রিয় এই কোরিওগ্রাফারের  মৃত্যুতে তার ভক্ত ও সহকর্মীরা শোক প্রকাশ করছেন।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়