ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বস্তির আগুন নিয়ন্ত্রণে আসেনি

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ১৬ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বস্তির আগুন নিয়ন্ত্রণে আসেনি

জ্যেষ্ঠ প্রতিবেদক : পানির সংকটের কারণে রাজধানীর রূপনগরের বস্তির আগুন নিয়ন্ত্রণের কাজ ব্যাহত হচ্ছে। আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আশপাশের বাসার ট্যাংক থেকে পানি  নিচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, বস্তিতে প্রবেশের রাস্তা সরু। এ কারণে গাড়ি থেকে পানি সব জায়গায় দেয়া যাচ্ছে না। আগুন দ্রুত নেভানোর জন্য আশপাশের বাসার ট্যাংক থেকে পানি নিতে হচ্ছে।  

এদিকে, স্থানীয়রা অভিযোগ করছেন, আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। কিন্তু তারা দেরিতে আসায় আগুনের তীব্রতা বেড়েছে।  ক্রমেই আগুন ছড়িয়ে পড়ছে চারদিকে।

শুক্রবার রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বস্তির অনেক ঘর পুড়েছে। বস্তির আশপাশের ভবন থেকে বাসিন্দারা মালামাল নিয়ে বের হয়ে আসছেন। বস্তির পাশের একটি ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে।


রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৯/মাকসুদ/রফিক 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়