ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১১ তলা থেকে পালাতে গিয়ে ...

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ১৬ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১১ তলা থেকে পালাতে গিয়ে ...

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবন থেকে পড়ে রিয়া আক্তার (১৩) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।         

গৃহকর্তার বাসা থেকে পালানোর উদ্দেশ্যে ব্যালকনিতে কাপড় বেঁধে নিচে নামতে চাচ্ছিল রিয়া আক্তার। কাপড় ছিঁড়ে নিচে পড়ে তার মৃত্যু হয়।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল লতিফ রাইজিংবিডিকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, রিয়া ওই বাসা থেকে কিছু চুরি করে পালানোর চেষ্টা করছিল। তদন্তের পর সবকিছু বলা যাবে।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে ধানমন্ডির ৭/এ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে। ব্যবসায়ী মমিনুল আহসানের ফ্ল্যাটে গৃহকর্মী হিসেবে কাজ করত রিয়া। ভোরে সে ১১ তলার ব্যালকনিতে একাধিক কাপড় বেঁধে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কাপড় ছিঁড়ে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রিয়াকে শারীরিক নির্যাতনের আলামত পাওয়া যায়নি।

রিয়ার স্বজনরা জানান, জামালপুরের বকশিগঞ্জ উপজেলার নামাপাড়া গ্রামে রিয়ার বাড়ি। বাবার নাম রাজু হোসেন। মমিনুল আহসানের বাসায় কাজে যোগদানের পর থেকেই রিয়া সেখানে থাকতে চাইত না। রিয়া সর্বশেষ মায়ের সঙ্গে কথা বলার সময় তাকে ঢাকা থেকে নিয়ে যাওয়ার অনুরোধ করে। মা তাকে নিয়ে যাওয়ার আশ্বাস দেয়। এরইমধ্যে রিয়া এ কাজ করে।

 

 



রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৯/মাকসুদ/রফিক    

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়