ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশ-ফিলিপাইন সচিব পর্যায়ের বৈঠক মঙ্গলবার

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ-ফিলিপাইন সচিব পর্যায়ের বৈঠক মঙ্গলবার

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের সভা (এফওসি) আগামীকাল মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হবে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

আগামীকাল মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুই দেশের মধ্যে এফওসি অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব (এশিয়া প্যাসিফিক) মাসুদ বিন মোমেন। আর ফিলিপাইনের পক্ষে দেশটির পররাষ্ট্র সচিব পর্যায়ের এক কর্মকর্তা নেতৃত্ব দেবেন।

এসময় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, ভিসা সহজীকরণ ইত্যাদি বিষয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, দুই দেশের মধ্যে দ্বিতীয়বারের মতো এফওসি অনুষ্ঠিত হতে চলেছে। ২০১৫ সালে দুই দেশের মধ্যে এফওসি আয়োজনের জন্য একটি সমঝোতা সই হয়। সে অনুযায়ী গত বছর ম্যানিলায় প্রথমবারের মতো এফওসি অনুষ্ঠিত হয়।


ঢাকা/হাসান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়