ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাংলাদেশ-ফিলিপাইনের বাণিজ্য বৃদ্ধি বিষয়ে আলোচনা

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ২১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ-ফিলিপাইনের বাণিজ্য বৃদ্ধি বিষয়ে আলোচনা

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ-ফিলিপাইনের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিপিসিসিআই) ও ডিটিআই এক্সপোর্ট মার্কেটিং ব্যুরোর মধ্যে আলোচনা হয়েছে।

পিসিসিআইর সভাপতি আকবর হাকিম এবং সহ-সভাপতি শামস মাহমুদ সম্প্রতি বাংলাদেশস্থ ফিলিপাইন দূতাবাসের রাষ্ট্রদূত ভিনসেন্তে ভিভেনসিও টি বান্দিলোর সঙ্গে ফিলিপাইনের ম্যানিলা সফরকালে এ আলোচনা হয়।

রোববার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ বিষয়ে কার্যকর প্রচারই ছিল এ সফরের উদ্দেশ্য। সফরকালে তারা ফিলিপাইনের বাণিজ্য ও শিল্প বিভাগের সচিব র‌্যামনএম লোপেজ, রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক আন্ডার সেক্রেটারি লরদেস ইপারাগ এবং ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (পিসিসিআই) সভাপতি এম এ আলেগ্রিয়া এস লিমজোকোর সঙ্গে সাক্ষাৎ করেন।

এছাড়া, ডিটিআই এক্সপোর্ট মার্কেটিং ব্যুরো (ইএমবি) এবং ডিটিআই-ফরেন ট্রেড সার্ভিস কর্পসের (এফটিএসসি) সাথে চলতি বছরের সেপ্টেম্বরে একটি আউট বাউন্ড বিজনেস ম্যাচিং মিশন (ওবিএমএম) পরিচালনার বিষয়ে আলোচনা করেন।


রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৯/নাসির/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়