ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ৩১ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল

আব্দুল্লাহ এম রুবেল : ছোট পরিসরে হলেও আবারও আন্তর্জাতিক ম্যাচের স্বাধ পেতে যাচ্ছে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম। আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের সাথে দুইটি তিনদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে তারা। সিরিজের প্রথম তিনদিনের ম্যাচটি ফতুল্লায় অনুষ্ঠিত হবে। বাকি সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।

গতকাল শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিজ্ঞপ্তিতে এ সূচি জানায়। পরে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলেপমেন্ট ম্যানেজার আবু ইমাম মো. কাওসার বিষয়টি নিশ্চিত করেন।

তিন সপ্তাহের সফরে ২৫ এপ্রিল ঢাকার উদ্দেশ্যে দেশ ছাড়বে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল। ২৯ এপ্রিল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তিনদিনের ম্যাচ দিয়ে শুরু হবে দলটির সাথে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের লড়াই। ১৫ মে খুলনায় তৃতীয় একদিনের ম্যাচের মাধ্যমে শেষ হবে পাকিস্তানের ক্ষুদে ক্রিকেটারদের বাংলাদেশ সফর।

সফরকে সামনে রেখে বেশ আটঘাট বেঁধে কাজ করছে পিসিবি। আজ ৩১ মার্চ থেকেই লাহোরে ক্রিকেটাররা প্রস্তুতি শুরু করছেন। অস্ট্রেলিয়া সিরিজের দলে যারা ডাক পেয়েছিলেন তাদের থেকে বাছাইয়ের মাধ্যমে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ সফরের দল ঘোষণা করা হবে।

বয়সভত্তিক ক্রিকেটকে আরও মজবুত করার পাশাপাশি ২০১৯ সালে অনুষ্ঠিতব্য এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে ভালো করার জন্যই অনূর্ধ্ব-১৬ দলের বাংলাদেশ সফরকে এত গুরুত্ব সহকারে দেখছে পিসিবি।

এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের অনূর্ধ্ব-১৬ চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হচ্ছে এখন। এই প্রতিযোগিতা শেষ হলেই চূড়ান্ত হবে বাংলাদেশ স্কোয়াড। বিসিবির গেম ডেভলপমেন্ট সূত্র জানিয়েছে, এই প্রতিযোগিতা বাদেও দল গঠনের ক্ষেত্রে সর্বশেষ অনূর্ধ্ব-১৫ জাতীয় দলকেও গুরুত্ব দেয়া হবে।

সূচি অনুযায়ী আগামী ২৬ এপ্রিল ঢাকায় আসবে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল। এরপর ২৯ এপ্রিল থেকে ফতুল্লার খান সাহেব ওসমানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম তিন দিনের ম্যাচ। এরপর ২ মে খুলনায় চলে আসবে বাংলাদেশ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল । ৫ মে থেকে শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় তিনদিনের ম্যাচ। আগামী ১০ মে শেখ আবু নাসের স্টেডিয়ামে হবে প্রথম একদিনের ম্যাচ। একই ভেন্যুতে ১২ মে দ্বিতীয় ও ১৫ মে তৃতীয় একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।



রাইজিংবিডি/খুলনা/৩১ মার্চ ২০১৯/রুবেল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়