ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাংলাদেশে না আসায় মরগানের সমালোচনায় ‘খুব বিরক্ত’ ছিল পরিবার

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪১, ১০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশে না আসায় মরগানের সমালোচনায় ‘খুব বিরক্ত’ ছিল পরিবার

ক্রীড়া ডেস্ক : গত বছরের অক্টোবর-সেপ্টেম্বরে বাংলাদেশে সফর না আসায় সমালোচনার মুখে পড়েন ইংল্যান্ডের সীমিত পরিসরের অধিনায়ক এউইন মরগান।

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকায় বাংলাদেশ সফর থেকে নিজের নাম সরিয়ে নেন মরগান। তাকে অনুসরণ করেন ওপেনার অ্যালেক্স হেলস।  দলের অন্যান্য ক্রিকেটাররা যখন বাংলাদেশে আসতে রাজী ছিল সেখানে অধিনায়ক রাজী নন! এমন পরিস্থিতির কারণে কড়া সমালোচনার মুখে পড়েন ইংলিশ অধিনায়ক। মরগানের এমন সমালোচনায় ‘খুব বিরক্ত’ ছিল মরগানের পরিবার।

ভারতে বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে মরগান বলেন,‘আমি চেয়েছিলাম পরিস্থিতিগুলোকে এড়িয়ে চলতে। আমি সেটা পেরেছি। আমার পরিবারও পেরেছিল। কিন্তু তারা ‘খুব বিরক্ত’ হয়েছিল। কারণ তারা সমালোচনায় অভ্যস্ত নয়।’

মরগান না আসলেও বাংলাদেশে এসে খেলে গিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। স্মরণকালের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়েছিল তাদেরকে। যার জন্য প্রশংসিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশে না যাওয়ার সিদ্ধান্ত কি ভুল ছিল? এমন প্রশ্নের জবাবে কৌশলী উত্তর দিয়েছেন মরগান,‘আমার কোনো দুঃখ নেই। আমি যেহেতু নিজেই সিদ্ধান্ত নিয়েছিলাম তাই আমি স্বস্তিতে ছিলাম। আমি সিদ্ধান্তে আমি খুশি।’

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৭/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়