ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাগেরহাটে বাসের ধাক্কায় শিশু নিহত

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগেরহাটে বাসের ধাক্কায় শিশু নিহত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় মারিয়া আক্তার (৮) নামের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে তার বাবা-মা। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার দুপুরে খুলনা-বাগেরহাট মহাসড়কের তৃপ্তি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাগেরহাটগামী একটি ভ্যানকে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সেসময় ভ্যান চালক করিম শেখ (৪০), তার স্ত্রী আয়শা বেগম (৩৫) এবং শিশু কন্যা নিহত মারিয়া আক্তার (৮) গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পথে শিশু মারিয়া আক্তার মারা যায়। করিম শেখ উপজেলার জারিয়া মাইট কুমড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে গেছে। তবে বাসটির চালক ও সহকারী পালিয়েছে।

কাটাখালি হাইওয়ে থানার এএসআই আরিফ হোসেন বলেন, ‘স্ত্রী-সন্তান নিয়ে ভ্যান চালক করিম শেখ বাগেরহাটের দিকে যাচ্ছিলেন। তৃপ্তি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে শিশু মারিয়া ছিটকে বাসের নিচে চলে যায়। সেসময় করিম শেখ ও তার স্ত্রী গুরুতর আহত হন।’


রাইজিংবিডি/বাগেরহাট/৯ সেপ্টেম্বর ২০১৯/টুটুল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়