ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাগেরহাটের প্রত্যন্ত গ্রামে ক্রিকেট একাডেমি!

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৫, ১২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগেরহাটের প্রত্যন্ত গ্রামে ক্রিকেট একাডেমি!

বাগেরহাট সংবাদদাতা: মাদক থেকে যুবকদের দূরে রাখতে ও ভাল খেলোয়াড় তৈরি করতে বাগেরহাটের প্রত্যন্ত গ্রামে গড়ে উঠেছে ক্রিকেট একাডেমি।

জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় গড়ে ওঠা ‘সাইনবোর্ড স্পোর্টিং ক্রিকেট একাডেমি’তে এখন ১৮ জন শিশু কিশোর প্রশিক্ষণ নিচ্ছেন।

চার মাস আগে শুরু হওয়া এই একাডেমিতে ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে প্রতিদিনই শিশু-কিশোররা আসছেন। এখানে সপ্তাহে তিনদিন (শনি, সোম ও বুধবার) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কঠোর অনুশীলন।

স্থানীয় যুবলীগ নেতা মেহেদী হাসান বাবুর পৃষ্ঠপোষকতায় ক্রিকেটার মোঃ হাসান শিকদার এই একাডেমি গড়ে তোলেন। এখানে নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছেন গাজী টায়ার ক্রিকেটারর্স হান্ট-২০১৭ প্রতিযোগীতায় ব্যাটস্ ম্যান ও উইকেট কিপারর্স ক্যাটাগরিতে দেশ সেরা ক্রিকেটার মোঃ হাসিবুল ইসলাম। যিনি এখন খুলনা মোহামেডান স্পোর্টিং ক্লাবে নিয়মিত খেলছেন। তিনি চেষ্টা করছেন নিজ এলাকার ছেলেদের ভাল ক্রিকেটার হিসেবে গড়ে তোলার।

প্রশিক্ষণার্থীরা জানান, নিজ এলাকায় এমন একটি প্রশিক্ষণ সেন্টার হবে তা কখনও ভাবতে পারিনি।

প্রশিক্ষনার্থী গাজী রাফিউশান বলেন, ‘ছোট বেলা থেকে স্বপ্ন ছিল ক্রিকেটার হব। কিন্তু গ্রামে বড় হওয়ার কারণে প্রশিক্ষণ নেওয়ার কোন সুযোগ সুবিধা পাইনি। তারপরও নিজ প্রচেষ্টায় খেলা চালিয়ে গেছি। কিছু দিন আগে সাইনবোর্ড স্পোর্টিং ক্রিকেট একাডেমি কার্যক্রম শুরু করলে আমি সেখানে ভর্তি হই। প্রশিক্ষণ নিয়ে খুবই উন্নতি হচ্ছে আমার। বর্তমানে আমি জেলা ক্রিকেট দলে অনুর্ধ ১৮ টিমে ব্যাটস্ ম্যান হিসেবে খেলছি। আশা করি আরও বড় জায়গায় খেলার সুযোগ পাব।’

প্রশিক্ষণার্থী আছাদুল্লাহ গালিব বলেন, ‘এই একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে আমি ক্রিকেট সম্পর্কে জেনেছি। ক্রিকেটার হওয়ার জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই।’

একাডেমির প্রশিক্ষক হাসিবুল ইসলাম বলেন, ‘ভাল ক্রিকেটার হওয়ার জন্য ছোট বেলা থেকেই চেষ্টা করা প্রয়োজন। এ জন্য বয়স ভিত্তিক (এজ লেভেল) ক্রিকেটে অংশগ্রহণ প্রয়োজন। আর প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ছোট বেলা থেকেই প্রশিক্ষণ নিতে হবে।’

একাডেমির পরিচালক মোঃ হাসান শিকদার বলেন, ‘এলাকার শিশু, কিশোর ও যুবকদের একটু ভাল পথে নিতে এবং ভাল ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে আমি ক্রিকেট একাডেমি গড়ে তুলেছি। বর্তমানে ভাল সারা পাচ্ছি। আশাকরি এই একাডেমি থেকে একদিন জাতীয় দলের ক্রিকেটার তৈরি হবে।’

একাডেমিতে ভর্তির জন্য যা প্রয়োজন: নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে। ভর্তির সময় শিক্ষার্থী দু’শ টাকা ফি দিয়ে যেকোন সময় ভর্তি হতে পারবেন।শিশু-কিশোররা প্রতিমাসে তিনশ টাকা বেতনে প্রশিক্ষণের সুযোগ পাবেন ।


রাইজিংবিডি/বাগেরহাট/১২ সেপ্টেম্বর ২০১৯/ আলী আকবর টুটুল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়