ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘বাজেট কল্যাণমুখী’

রফিক মুয়াজ্জিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ১৪ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বাজেট কল্যাণমুখী’

রাইজিংবিডি ডেস্ক : ২০১৯-২০২০ সালের প্রস্তাবিত বাজেটকে কল্যাণমুখী বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ বাজেটকে কল্যাণমুখী বলে অভিহিত করেন।

এক সাংবাদিক প্রশ্ন করেন, এক কথায় এ বাজেটকে কী বলে আখ্যায়িত করবেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, এ বাজেট কল্যাণমুখী।

অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে গড়ে তোলার জন্য যে যুদ্ধ, সেটাই সোনালি যুদ্ধ।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘দেশের কল্যাণ ও মঙ্গলের জন্য যে যুদ্ধ, সেটিই সোনালি যুদ্ধ। এই যুদ্ধ কোনো অকল্যাণের যুদ্ধ নয়।’

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় তার পক্ষে সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ হয়ে গত কয়েকদিন ধরে হাসপাতালে। বৃহস্পতিবার (১৩ জুন) বাজেট উপস্থাপনের জন্য হাসপাতাল থেকে সরাসরি তিনি জাতীয় সংসদে আসেন। বাজেট উপস্থাপনের সময়ও তিনি অসুস্থ ছিলেন। বাজেট বক্তব্য কিছুটা পড়ে বাকিটা পড়ার জন্য একটু সময় নেন। কিন্তু অসুস্থতার কারণে পরে আর তিনি বাজেট উপস্থাপন করতে পারেননি। এরপর অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন।



রাইজিংবিডি/ঢাকা/১৪ জুন ২০১৯/রফিক/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়