ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাণিজ্যিক ‍উদ্দেশ্যে তিমি শিকার শুরু করতে যাচ্ছে জাপান

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৯, ২৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাণিজ্যিক ‍উদ্দেশ্যে তিমি শিকার শুরু করতে যাচ্ছে জাপান

আন্তর্জাতিক ডেস্ক : জাপান জানিয়েছে, তারা বাণিজ্যিক ‍উদ্দেশে তিমি শিকার শুরু করতে যাচ্ছে। তাদের এ ধরনের পদক্ষেপ ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার জন্ম দিয়েছে।

জাপান জানায়, তারা আন্তর্জাতিক তিমি কমিশন (আইডব্লিউসি), যারা তিমি রক্ষায় কাজ করে থাকে, থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে।

আইডব্লিউসি ১৯৮৬ সালে বাণিজ্যিক উদ্দেশ্যে তিমি শিকার নিষিদ্ধ ঘোষণা করে। তিমির কিছু প্রজাতি বিলুপ্ত হয়ে যাওয়ার পর এ সিদ্ধান্ত নেয় আইডব্লিউসি।

জাপান ১৯৫১ সাল থেকে আইডব্লিউসির সদস্য। তাদের কর্মকর্তারা জানান, তিমির মাংস খাওয়া জাপানের সংস্কৃতির অংশ।

বহু বছর ধরে জাপান ‘বৈজ্ঞানিক গবেষণা’ এর নামে তিমি শিকার করেছে এবং মাংস বিক্রি করেছে। তাদের এ কার্যক্রম তিমি সংরক্ষণবাদীদের কড়া সমালোচনার সম্মুখীন হয়।

বুধবার জাপানের ঘোষণা অনেকটাই প্রত্যাশিত ছিল। তবে সংরক্ষণবাদীরা জানিয়েছেন, জাপানের এ পদক্ষেপ মারাত্মক ফলাফল বয়ে আনবে।

আইডব্লিউসি থেকে জাপানের প্রত্যাহারের অর্থ হলো তারা এখন স্বাধীনভাবে তিমি শিকার করতে পারবে। এমনকি মিনকি তিমি যা আইডব্লিউসি সংরক্ষণ করে থাকে, সেটিও শিকার করতে পারবে।

তথ্য : বিবিসি

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ ডিসেম্বর ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়